,

আইডিয়াল কলেজের সাইনবোর্ডে খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

পরিস্থতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
আহত অন্তত ১৮

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ আহত অন্তত ১৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ সংঘর্ষের শুরু হয় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, “দুই কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে, তবে পরিস্থিতি শান্ত আছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করছি, তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যায়। ”

এদিকে, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সড়কের পাশে থাকা আইডিয়াল কলেজের একটি সাইনবোর্ড খুলে নিতে দেখা গেছে ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।

জানা গেছে, বাকবিতন্ডার জেরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত।

ঢাকা কলেজের এ শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে কথা-কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয়। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হন। তারপর ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের অনেকেই আহত হন।

তবে এ ঘটনার বিষয়ে আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *