শাকিল হোসেন,গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply