,

গেটে তালা দিতে গেলেই প্রবাসীর মাথায় গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধিঃযশোরে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মণ্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে।

নিহতের পরিবারের লোকজন জানান, গত দুইদিন নিহত মেহের আলী যশোর সদরের বাহাদুরপুরে খালু শ্বশুর আনোয়ার হোসেনের বাড়িতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরেন। রাতে খাওয়া শেষে বাড়ির গেটে তালা দিতে গেলে সেখানে অপেক্ষারত দুবৃর্ত্তরা গেটের সামনে এসেই মাথায় গুলি করে পালিয়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাত দেড়টার দিকে হাসপাতালের মর্গের সামনে আহাজারিরত নিহতের ছোটভাই আবু আব্দুল্লাহ সমকালকে বলেন, দীর্ঘদিন ধরে মেহের আলীসহ তারা তিন ভাই বিদেশে থাকেন। বিদেশ যাওয়ার আগে মেহের বিএনপির রাজনীতি করতেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে জেলও খাটানো ছাড়াও চাঁদা দাবি করতেন। এর মধ্যে দির্ঘদিন পর গত ২৬ জুলাই আমার ভাই দেশে ফিরেছে। আমি ফিরেছি তার মাস খানিক আগে। সর্বশেষ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে সেইসব নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এসব রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা।

তিনি বলেন, ভাইয়ের বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে যারা মেরেছে, তারা আগে থেকে সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দিয়েছে। ভাইকে হত্যা করার জন্য হত্যাকারীরা বাড়ির গেটের সামনে লুকিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার রেজয়ান উদ দারাইন জানান, গুলিবিদ্ধ মেহের আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন স্বজনরা। তার মাথার পিছনের দিকে ডান পাশে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *