আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে, দিনটি পালনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাপাহার শাখার উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় শহরের সাপাহার কেন্দ্রীয় কালী মন্দির হতে শ্রী শ্রী কৃষ্ণের আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের থানা রোড, হাসপাতাল রোড, কলেজ রোড, ওয়ালটন মোড, সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির
সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার সহ-সভাপতি শ্রী পরিমল, সাপাহার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধির চৌধুরী,সহ পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply