,

নোয়াখালীতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃস্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে “ভূমিসেবা সপ্তাহ-২০২৪ ” সারা দেশের ন্যায় নোয়াখালীতে ও অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও র‍্যালী পরবর্তী আলোচনা সভা।
শনিবার (০৮ জুন ) ভূমিসেবা সপ্তাহ-২০২৪ প্রতিপাদ্য বিষয় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” সপ্তাহ ব্যাপী ভূমিসেবার বর্ণাঢ্য র‍্যালী ও র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার জিনাত রেহানা, নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর, সহকারী কমিশনার আহসান হাফিজ, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা সপ্তাহ চলবে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *