সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে আলোচিত অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী (২৮)।
শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে খড়িবিলা এলাকার মন্টু মিয়ার বাগানবাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। এসময় তার সহযোগী মুছাঈদ আলম (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়, যা অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত লিপু মেহেরপুর জেলার মুজিবনগর থানার কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে রাশিয়াভিত্তিক বিভিন্ন অনলাইন জুয়া সাইট ও অ্যাপ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলো। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হতো বলে জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা গেছে, লিপু স্বল্প আয়ের পরিবার থেকে উঠে এসে দ্রুত বিপুল সম্পদের মালিক হয়েছে। বর্তমানে তার নামে ও স্ত্রীর নামে রয়েছে দামী গাড়ি, মোটরবাইক, প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও ব্যাংকে কোটি টাকার আমানত।
একসময় তাঁতের কাজ ও অটোরিকশা চালানো লিপু চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ারও প্রস্তুতিও নিয়েছিল। তবে নির্বাচন স্থগিত হওয়ায় সে অংশ নিতে পারেনি।
ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। ২০২১ সালে ডিএমপি’র পল্টন থানায় এফআইআর নং-৩৭/৫৭৩ মামলাটি বর্তমানে বিচারাধীন।
পুলিশের ধারণা, লিপু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত একটি অনলাইন জুয়া চক্রের মূল হোতা। সে সাতক্ষীরা সহ আশে-পাশের কয়েকটি জেলায় ক্যাসিনো পরিচালনা করছে। এই চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক এসপি মোহাম্মাদ মনিরুল ইসলাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।