অস্টমী মালোঃ অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ডিআরআরএ লাফ প্রকল্পের সহায়তায় অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ডাউনসিনড্রোম শিশুদের বাড়িতে কিভাবে পরিচর্যা করতে হবে এ বিষয়ে একটি প্রশিক্ষণ সভা ২৫-১০-২০২১ তারিখে অনুষ্ঠিত হয় উক্ত সভায় অংশগ্রহণ করেছিলেন লাফ প্রকল্পের অন্তর্ভুক্ত শিশুর পিতামাতাগণ প্রশিক্ষন প্রদান করেন ডিআরআরএ থেকে আগত আরিফ হোসেন অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা অনাস এর পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন প্রকল্প সমন্বয়কারী অষ্টমী মালো প্রকল্প সুপারভাইজার মো.নাজমুল হাসান হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল এবং এস এন টি রুবিনা খাতুন উক্ত সভায় প্রতিবন্ধী শিশুদের পিতা-মাতাগণ তাদের শিশুদের সমস্যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের চাহিদার বিষয়টি স্পষ্ট করেন আরিফ হোসেন তাদের চাহিদা অনুযায়ী সকল প্রশ্নের উত্তর দেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।