নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। বলিউডের পাশাপাশি টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মুকুল দেব।
শুক্রবার (২৩ মে) মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।
মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “RIP”। তিনি লেখেন, “মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।”
প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। তার প্রথম ছবি “দস্তক”-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সালমান খানের সঙ্গে “জয় হো” ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিলেন। বাংলা ও হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিও রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।