অগ্রদূত ডেস্কঃ দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করা সহ ৬ দফা দাবি আদায়ে ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার রাত ১২টা থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ঘোষণা করেছিল মালিক সমিতি। রাতে সমিতির সভাপতি গোলাম মোস্তফা মানবজমিনকে বলেন, সরকারের আশ্বাস পেয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। বিশেষ করে ডেঙ্গুর সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে পথে অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি করা হবে না।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।