সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: অপরাধীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অবস্থান স্পষ্ট করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক বলেন, গুম,খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ সকল অপরাধের লাগাম টেনে ধরছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানায় ওসি হিসেবে এসেছি সাধারন মানুষেকে সেবা দেওয়ার জন্য। অতিতে সিদ্ধিরগঞ্জে যে সব মান্তানি চলছে তা আর চলতে দেওয়া হবে না বলে হুশিয়ারী করে তিনি আরও বলেন, আইনের উর্দ্ধে কেউ নন। অপরাধ করলেই কোন ধরনের ছাড় দেওয়া হবে না। সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ সহ সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করা হবে। সাথে সাথে মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে। দল বা ক্ষমতা কোন কিছু বাধা হয়ে দাড়াতে পারবেনা। ওসি কামরুল ফারুক বলেন, বিভিন্ন অপরাধ নির্মূল করে নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার ইতিমধ্যে নারায়ণগঞ্জবাসী অন্তরে স্থান করে নিয়েছেন। তার দেখানো পথে সকল পুলিশ সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার স্যারের নির্দেশ কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। অন্যায় করলেই আইনের আওতায় আনা হবে। যে কোন অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান ওসি কামরুল ফারুক। সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি কামরুল ফারুক ঢাকা, গোপালগঞ্জ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় ওসির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় কামরুল ফারুক আইজিপি পদক(বার) অর্জন করেন। ইতিমধ্যেই আগস্ট মাসে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ৮২টি মামলা দায়ের করেছেন। এই পুলিশ অফিসার গত ৪ ই আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।