এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা'র কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে শেখ মোঃ রফিকুল ইসলামের ছেলে সরকারি মহসিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ ইমরান সোহেল (২৩) আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১৫ আগষ্ট সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে পিতা-মাতা এক ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, ইমরান সোহেল ও তার ভাই আবু রায়হান বাড়ি পাশে নিজ জমিতে কাজ করছিলেন। মেঘ বৃষ্টি কিছুই নাই হঠাৎ করে বজ্রপাতের আঘাতে ঘটনা স্থলেই ইমরান মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।তার ছোট ভাই আবু রায়হানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।