হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের পল্লীতে আচমকা ঝড়ে লন্ডভণ্ড হয়ে গেছে ২০টি পরিবারের ঘরবাড়ি, মানবেতর জীবন যাপন করছে শিশু বৃদ্ধসহ শতাধিক মানুষ। ঘটনাটি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে ঘটেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কয়েকদিনের টানা বর্ষনে
এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণের। তারপরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় আকর্ষিক ঝড়ে ২০টি পরিবারের বাড়ি ঘর ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষলক্ষ টাকার সহায় সম্পদ। কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীর পাশে এই তান্ডব চালিয়েছে শরতের ঝড়ো হাওয়া। এই এলাকায় ঘূর্ণিঝড় ইয়েস এর প্রভাবে নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হাড়দ্দহা সহ ১২ গ্রাম। সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি হাড়দ্দাহ গ্রামের মানুষ। ঝড়ের কারণে বর্তমানে ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন আছে। চলমান বৃষ্টিতে মানবেতর জীবন যাপন করছে হাড়দ্দহা এলাকায় বসবাসরতরা। প্রয়োজন জরুরী ভিত্তিতে সরকারি সাহার্য্য ও সহযোগীতা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।