অষ্টমী মালোঃ শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে উদযাপিত হল ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
প্রতিবন্ধী দিবসের এবছরের প্রতিপাদ্য ‘'কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ।’'
সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১১ সালের জুন মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধীতার হার ১৫ শতাংশ। অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬ নং রমজান নগর ইউনিয়ন পরিষদে আয়োজিত হয় ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরাফাতুন নেছা প্রকল্প সমন্বয়কারী অষ্টমী মালো প্রকল্প সুপারভাইজার মো. নাজমুল হাসান এবং এস এন টি রুবিনা খাতুন তাছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকগণ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।