খতিব আলম
আবার যদি আসতেন বাংলায় বঙ্গবন্ধু ফিরে!
নিরাশ আর নিশ্চুপ হয়েই থাকতে হতো বসে,
চোর, দালাল আর নিমকহারামীদের ভিড়ে।
ফিরে আসতেন যদি নেতাজী সুভাসচন্দ্র বসু!
দেখতেন, বাংলায় বাস করে অর্ধেক মানুষ,
আর বাকী অর্ধেকেই যেন মানুষ রুপি পশু।
আবার যদি আসতেন ফিরে জীবনানন্দ দাশ!
প্রকৃতির রুপ নিয়ে লেখা হতোনা আর তার,
কাব্যগ্রন্থের নাম হতো তার "সন্ত্রাসের ত্রাস"।
আবার যদি আসতেন ফিরে কাজী নজরুল!
হাতের কলমে বিদ্রোহী কবিতা লিখতেন ঠিকই,
দেশদ্রোহীর খাতায় নাম থাকতো তার নির্ভুল।
আবার যদি আসতেন ফিরে সেই ছোট্ট ক্ষুদিরাম!
পাওয়া যেতনা দেশপ্রেমিকের খাতায় নাম তার,
দেখা যেতো হত্যার আসামির খাতায় তার নাম।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ফিরে এসে রবীন্দ্রনাথ একথা লিখতো না,লিখতো
বাংলা থাক জঞ্জালে, আমি বিলেত গিয়েই বাঁচি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।