মনীষা কর বাগচী
সুগন্ধি ফুল, বাহারি পাতাবাহার
জীবন্ত সকাল
সোনালী ধানে শিশিরের পরশ
জোনাকি খচিত রাত
জ্যোৎস্না চুঁইয়ে পড়ছে আম কাঁঠালের বনে
আলপথ বেয়ে নেমেছে তারাদের মিছিল
সবকিছু ঠিকঠাক
ঠিকঠাক সবকিছু
শুধু মানুষের ঘর আলোহীন
ফিসফাস ফিসফাস আকাশ জুড়ে
কান্না ভেজা বাতাস
অমঙ্গলের সাইরেন বেজে চলেছে
ছুটছি সবাই
সবাই ছুটছি
যাবো কোথায়? জানা আছে ঠিকানা?
ঠিকানা খুঁজছি
দু'হাতে সরিয়ে দিয়ে কফন
রাস্তা বানিয়ে চলেছি
ভয় নেই আর
আর একটু এগুলেই সকাল
ঝলমলে রোদ্দুর...।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।