মোমিনুর রহমান ষ,প্রতিনিধি শ্যামনগর, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আতিয়ার রহমানের বড় পুত্র মোঃ আব্দুস সাত্তারের জানাজা আজ (১৩ নভেম্বর ২০২৫) রোজ বুধবার সকালে নওয়াবেঁকী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় এলাকাবাসী, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
জানাজার সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জনাব গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিশোধ সদস্য মাওলানা আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, আব্দুস সাত্তার ধর্মপ্রাণ, বিনয়ী ও সমাজসেবক ছিলেন। তিনি সমাজে শান্তি, মানবতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে, এবং খুবই নম্র ভদ্র একজন ব্যক্তি ছিলেন তার আচার-আচরণে আমরা অনেক মুগ্ধ হয়েছি আমরা তার মৃত্যুতে অনেক শোকাহত।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। আল্লাহ তায়ালা তানাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।