আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে মৎস্য চাষ প্রদর্শনী খামারের চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে মৎস্য দপ্তর এ উপকরণ বিতরণ করে। ২০২০-২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধনী) এর আওতায় আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনী খামারে মাছ চাষ করা হচ্ছে। ৩ জন আরডি চাষী আঃ সালাম (চাপড়া), পার্থমন্ডল (গোয়ালডাঙ্গা) ও সাইফুল আলম (শোভনালী) কে ফিড জাতীয় খাবার ১০ বস্তা করে, চুন ১ বস্তা করে, ইউরিয়া সার ৩ কেজি ও টিএসপি সার ২ কেজি করে প্রদান করা হয়। উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।