নিজস্ব প্রতিনিধিঃ ১৭ নভেম্বর লামা থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এ মামলায় অন্য আসামিরা হলেন এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর (রোববার) উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকয় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামসহ সঙ্গীয় সদস্যরা। খবর পেয়ে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন।
সেই সময় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়িবহরের সামনে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ করেন ইটভাটার শ্রমিকরা। ইটভাটার সাথে হাজার হাজার মানুষের রিজিক জড়িত। বিকল্প কর্মের ব্যবস্থা করার আগে ইটভাটা ভাঙতে দেয়া হবে না বলে জানান শ্রমিকরা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।