জাকির হোসেন সুমন,ব্যাুরো চিফ ইউরোপ: ইতালির বলোনিয়ায় গত ২৬ শে নভেম্বর বলোনিয়া আওয়ামী লীগের ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সর্বসম্মতি ক্রমে নেয়ামত শিকদারকে সভাপতি এবং আমির হোসেন খান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে প্রধান নির্বাচন কমিশনার ডায়মন্ড শিকদার বলোনিয়া আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেন। জাঁকজঁমক এ সম্মেলনে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহর হতে আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি কালাম বেপারীর সভাপতিত্বে ও হাওলাদার বিপ্লব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকতে না পারায় ভিডিও কলে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইতালি আওয়ামীলীগ কাজ করছে দীর্ঘদিন যাবৎ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার কে পূনরায় নির্বাচিত করে দেশের উন্নয়নে কাজ করার লক্ষে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশে ও প্রবাসীদের কল্যানে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগের নাম ও প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ইতালি আওয়ামীলীগকে ধংশ করার খেলায় মেতে উঠেছে । তারা বিভিন্ন শহরে কমিটি করার মামে আওয়ামীলীগ কে দুই ভাগ করে অর্থ বানিজ্য করছে , সেই দিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে আওয়ামীলীগের সম্মেলন করছি। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইতালি আওয়ামীলীগ কাজ করছে । প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। সে সময় ইতালি আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক পদে আনকোনা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (নূর হোসেন) কে লিখিত ভাবে দায়িত্ব প্রদান করা হয়। সে সময় বক্তব্য রাখেন ,ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, সহ-সভাপতি হাদিউল ইসলাম, সহ-সভাপতি জামান মুক্তার, সহ-সভাপতি বাবু ঢালি, সহ-সভাপতি নয়না আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম খোকন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ মামুন, যুগ্ন সাধারণ তুহিনা সুলতানা মলি, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী, তোফায়েল সহ ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সহ-সভাপতি নিলুফার বানু, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রফিক সহ বিভিন্ন শহর হতে আগত নেতৃবৃন্দ সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্হানীয় নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে একজন প্রস্তাবকারী ও একজন সমর্থনকারীর মাধ্যমে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য নেয়ামত শিকদার কে সভাপতি ও আমির হোসেন খান বিপ্লব কে সাধারণ সম্পাদক , মিন্টু চৌধুরী কে সিনিয়র সহ সভাপতি , হাওলাদার বিপ্লব কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক , ফিরোজ আল মামিন কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় । কমিটির নেতৃবৃন্দ জানান দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইংল্যান্ড হতে আগত ও স্হানীয় সঙ্গীত ও নৃত্য শিল্পীরা ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।