মুহাম্মদ আবু ছিদ্দিকঃ ৬ জুলাই রবিবার কক্সবাজারের উখিয়া থানাধীন মাদারবনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ জুলাই ২০২৫ তারিখ সকালে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং, এবং সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা, ০১টি স্মার্টফোন ও ০১টি বাটন ফোন’সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন,
১. মোঃ মনির (৩২), পিতা-বাদশা মিয়া, মাতা-খাইরুন নেছা, সাং-উওর নুনিয়াছড়া বিমান বন্দর সড়ক, থানা-কক্সবাজার সদর, বর্তমান-ছোট হাবিব পাড়া, ০৭নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২. মঞ্জুর আলম (২৮), পিতা-রশিদ আহমদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-মাদারবনিয়া, ০৮নং ওয়ার্ড, থানা-
উখিয়া, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।