এম কামরুজ্জামান শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা'র শ্যামনগর পৌরসভার সদরে অবস্থিত নসরুল উলুম সিদকিয়া কুরবানিয়া মাদ্রাসায় ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনগর উলামায়ে কেরামের উদ্যেগের ইসলামী সম্মেলন ও উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৩ নভেম্বর বিকাল ৩টায় উলামা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে আল-খিদমাহ ফাউন্ডেশন ও জামেআ হাম্মাদিয়া মাদ্রাসার প্রচারে মাদ্রাসা ময়দানে ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেকের সঞ্চালনায় থানা মাদ্রাসায় উলামা সমাবেশ ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী সম্মেলন অনুষ্ঠানে পীরে কামেল শাইখুল হাদীস আল্লামা মুফতি আব্দুস সাদেক সাহেবর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ লেখক ও গবেষক আমীনুত তা'লীম মারকাজুত দাওয়া আল ইসলামিয়া ঢাকা,জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম খতিব আল্লামা মুফতী আব্দুল মালেক দা.বা.।প্রধান মেহমান তার বক্তব্যে বলেন দ্বীন ইসলাম এবং রাষ্ট্রীয় বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এবং সকলকে ইসলামের ছায়াতলে এসে দেশ ও জাতির কল্যাণ কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন,জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার দা. বা.।বিশেষ আলোচক গাজীপুর শাইখুল হাদিস ও জামিয়া রশিদীয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সবুর দা. বা.। সাতক্ষীরা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খালেক দা. বা. প্রমুখ। আরো বক্তব্য রাখেন জাতীয় ও স্থানীয় উলামায়ে কেরাম গণ।এসময় শ্যামনগর বিভিন্ন স্থান থেকে শত শত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ও দ্বীনদার মুসলিমানরা উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।