মোহাম্মদ রাশেদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আর এই ভাষা আন্দোলনে পরবর্তী সময়ে বাঙ্গালীদের যে জোয়ার আসে সেটাই আমাদের জাতীয়তা বোধের জন্ম দেয়। আর এই জাতীয়তা বোধের উচ্চারিত চেতনা থেকেই আমরা এখনো সকল আন্দোলন সংগ্রামের প্রেরণা পাই।শোষণের বিরুদ্ধে,নির্যাতনের বিরুদ্ধে,দাবি আদায়ের সংগ্রামের প্রেরণা পাই। শোষণের বিরুদ্ধে দাবি আদায়ের সংগ্রামে আমাদেরকে উজ্জীবিত করে এই ভাষা আন্দোলনের স্মৃতি।তাই একুশ আমাদের এগিয়ে যাওয়ার পেরনা, একুশ আমাদের স্বাধীনতার উৎসভুমি, একুশ আমাদের গৌরবের বীরত্ব গাথা, একুশ আমাদের স্পর্ধিত অহংকার, একুশ আমাদের আবেগ শ্রদ্ধা ও ভালোবাসার ক্ষেত্র, একুশ আমাদের মাতৃভাষার বলিষ্ঠ উচ্চারণ। বায়ান্নোর পথ ধরেই বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে ৬৬ এর ছয় দফা আন্দোলন। আমাদের উনসত্তর এর গণ অভ্যুত্থান, একাত্তরের মার্চের অসহযোগ আন্দোলন,বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর পুরো বাঙালি জাতি স্বাধীনতা লাভের জন্য উজ্জীবিত হয়। মূলত সেটাই স্বাধীনতা লাভের জন্য সর্বাত্মক দিক নির্দেশনা। পরবর্তীতে ২৫ মার্চের ইতিহাসের বর্বরতম গণহত্যার পর ২৬ মার্চেই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আটক হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট থেকে সর্বশেষ বার্তা হিসেবে এসেছিল মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।