ডেস্ক রিপোর্টার: বাংলা একাডেমি জানিয়েছে, এবার বইমেলায় ঢুকতে পাঠক-ক্রেতা ও দর্শনার্থীদের টিকার সনদ দেখাতে হবে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এ কথা জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,যেখানে খেলাধুলা আছে সেখানে টিকা সনদের পাশাপাশি টেস্টের সনদও লাগবে। এগুলো বইমেলায়ও দেখাতে হবে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বইমেলা পেছানো হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মতই আমরাও চলমান পরিস্থিতির বাইরে নই।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এবার বইমেলায় আসতে অবশ্যই টিকার সনদ দেখাতে হবে সবাইকে। বইমেলায় যারা স্টল নিচ্ছেন প্রকাশক, বই বিক্রেতাসহ সবাইকে করোনার টিকার সনদ দেখাতে হবে। বইমেলার আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে টিকার বুথ বসানো হচ্ছে। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকা নিতে হবে। যারা টিকা নেননি এখনও, তারা এখান থেকে টিকা নিতে পারবেন।
করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলা দুই সপ্তাহ স্থগিত করেছে। গত বছরের মতো এবারও বইমেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে না। কবে বইমেলা শুরু হবে তা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।