শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা'র শ্যামরগরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, সাতক্ষীরা এর পক্ষ থেকে মহামারী করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও সাবান বিতরন করা হয়েছে।
শনিবার ২৪ এপ্রিল সকাল ১১ টার সময় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন রাবিয়ান এর আয়োজনে সাধারণ পথচারীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক ও সাবান বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন রাজশাহী বাশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ৮৯-৯০ সেশনের প্রাক্তন ছাত্র শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাবিয়ান, সাতক্ষীরা এর সম্মানিত যুগ্ম আহবায়ক সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডঃ তপন কুমার দাস, যুগ্ন আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ মাসুদুল আলম দোহা, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আব্দুস সবুর, শরিফুল ইসলাম সোহাগ, তালা উপজেলা প্রতিনিধি অধ্যাপক শহীদুল ইসলাম, সদর উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সদস্য যথাক্রমে প্রভাষক আবুল হোসেন, প্রভাষক পরিমল মন্ডল, প্রভাষক সচিদানন্দ মন্ডল, প্রভাষক প্রতাপ রায়, প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক ,প্রভাষক বিপ্র বিশ্বাস, প্রভাষক গোলাম শাহনেওয়াজ রাজু, প্রভাষক গিয়াসউদ্দিন, সহঃ অধ্যাপক কমল কান্তি মন্ডল, হেলাল উদ্দিন, আলমগীর কবীর, লিটন কুমার দাস, ধর্মদাস প্রমুখ।সেসময় সাধারণ পথচারীদের মহামারি করোনা প্রতিরোধে মাস্ক পরতে ও মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধুতে উৎসাহিত করা হয়।এ ছাড়া আগামীতে সামাজিক কর্মকাণ্ডে রাবিয়ান উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ জানান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।