আসফি আমিন আজাদ,সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কদমতলি নয়াপাড়ায় ৩অক্টোবর সোমবার সন্ধ্যায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি প্রথমে বড় মসজিদের কাছের ড্রেন থেকে শুরু হয়ে ছোট মসজিদ এলাকায় ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়। আগুনের তীব্রতায় বাতাসে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রেনের ভেতর থাকা গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে কয়েকটি দোকান ও বাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। টানা প্রচেষ্টার পর তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো যাচাই করা হচ্ছে।
ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে, তবে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তবে স্থানীয়দের দাবী এই বিস্ফোরণ নতুন কোন ঘটনা নয়, তিতাস গ্যাসের পাইপগুলো যুগের পর যুগ লিকেজ থাকায়, ড্রেনগুলো সিটি করপোরেশন ধারা পরিষ্কার না রাখায়, ড্রেনের ভিতর ময়লা গ্যাস ও তিতাস গ্যাস জমে কিছুদিন পরপর এমন বিস্ফোরণ ঘটছে বলে মন্তব্য করে।
রাস্তার পাশে ঘরবাড়ি বাচ্চাদের স্কুল, মাদরাসা মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান অনেকে, তাই এলাকাবাসী এই আতংক থেকে মুক্তির দাবী জানান সংশ্লিষ্টদের কাছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।