এস কে আলীম,কপিলমুনি খুলনা। কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাচের সংগঠন 'বন্ধু- ৮৩' র পক্ষ থেকে সুবিধা বঞ্চিত কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামের চারটি যৌথ পরিবারের জন্য ১৩ হাজার টাকা ব্যয়ে ১টি টিউবওয়েল বসিয়ে আর্তমানবতার সেবা নিয়ে পাশে দাঁড়ালো সংগঠনটি। অসহায় সদস্যদের গন্ডি পেরিয়ে এবার প্রতিবন্ধি সহ দুস্থ মানুষের সেবার মহান লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বন্ধু-৮৩' সংগঠন। শুধু টিউবওয়েল নয় তীব্রশীতে যখন সাধারণ মানুষ শীতে জবুথবু ঠিক তখন বন্ধু -৮৩ ফাউন্ডেশনের সকল বন্ধুদের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সহকারী অধ্যাপক ডাঃ স,ম,গোলাম আজম। তিনি ২০ জন দুস্থ ও প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ ছাড়া কপিলমুনির অসহায় বৃদ্ধা বীণা রায় মানুষের কাছে হাত না পেতে জীবন জীবিকার তাগিদে কপিলমুনি প্রাইমারী স্কুলের পাশে কাঠের তৈরী ছোট্ট একটি দোকান দিয়ে সেখানে কলম,খাতা,পেনসিল, বিস্কুট, চকলেট বিক্রয় করেন। দুটি মেয়ের বিবাহ দিয়ে টোঙ্ দোকানটি যখন বন্দ হওয়ার উপক্রম তখনই পাশে এসে দাঁড়ালো বন্ধু-৮৩'র সংগঠন। বৃদ্ধা বীণা রায়কে ৭ হাজার টাকার মাল তুলে আবার তার দোকানটি সচল করে দেওয়া হয়। এমনি করেই ধীরে ধীরে সংগঠনটি আর্তমানবতার সেবার কার্যক্রম নিয়ে এগিয়ে চলেছে।
এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগীতা করে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।