এস কে আলীম,কপিলমুনি খুলনা। ভোক্তা অধিকার সংরক্ষন ও নিরাপদ খাদ্য নিশ্চীতে গতকাল কপিলমুনিতে এক অভিযান পরিচালিত হয়। ভোজ্য তেলে অপদ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর (এডি)সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম এ অভিযান পরিচালনা করেন। ভোজ্য তেলে নানা অপদ্রব্য মিশিয়ে বিক্রি করার অপরাধে তিনি বিনোদ অয়েল মিলকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধের জন্য মেসার্স ডি এস অয়েল মিলকে এক লাখ,কপিলমুনি অয়েল মিলকে এক লাখ ও উৎসব অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করেন। এ নিয়ে কপিলমুনি বাজারের চারটি ভোজ্য তেলের মিল থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে তেলে অপদ্রব্য মেশানো হবেনা বলেও মুচলেকায় সই করতে হয় তাদের। অভিযান শেষে এক সংক্ষিপ্ত প্রেসব্রিফিং এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপ পরিচালক শিকদার শাহিনুর আলম জানান, ভোজ্য তেল বিশেষ করে সরিষার তেলে এসব অসাধু ব্যবসায়ীরা রাইস ব্রান্ড অয়েল,পামওয়েল ও সয়াবিন তেল সহ অন্যান্য অপদ্রব্য মিশিয়ে ভেজাল সরিষার তেল বিক্রি করছে। এর ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সহ আর্থিক ভাবে ক্রেতা সাধারণ ঠকছেন। তিনি আরও জানান তাঁদের অভিযান মিয়মিত চলবে। অভিযান পরিচালনায় তাঁকে সহায়তায় করেন বাংলাদেশ পণ্যমান পরীক্ষা প্রতিষ্টান (বি এস টি আই) খুলনা ও র্যাব-৬ খুলনা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।