এস,কে আলীম,কপিলমুনি খুলনাঃ কপিলমুনিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ৪৬ তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কপিলমুনি,হরিঢালী ও লতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড যৌথভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।কর্মসূচির মধ্যে কপিলমুনি মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,নিরবতা পালন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিডোদ্ধা শেখ আব্দুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা শেখ দিদার হোসেন,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালাম উল্ল্যাহ,বীর মুক্তিযোদ্ধা মোঃশহিদুল ইসলাম গাজী ও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান।প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক শেখ তৈয়েব হোসেন নূর। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের হরিঢালী ইউনিয়ন আহবায়ক সরদার সিরাজুল ইসলাম,সদস্য সচিব শেখ রাজু আহম্মেদ,ওমর ফারুক।অনুষ্টান পরিচালনা করেন সংগঠনটির উপজেলা সদস্য সচিব অধ্যাপক সরদার হারুন অর রশিদ। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল জলিল। মিলাদ শেষে তাবারুক বিতরণ করা হয়। এছাড়া দিনটি উপলক্ষে কপিলমুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক সংগঠন,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক ভাবে নানা কর্মসূচির আয়োজন করে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।