মোঃ নুরুল আমিন পলাশ,কয়রা উপজেলা প্রতিনিধিঃখুলনার কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কপোতাক্ষ কলেজের সভাপতি কয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
জানা গেছে, সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগ রাজনীতি ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাসসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সেখানে অধ্যক্ষকে না পেয়ে তার বাসার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। তবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।