নুরুল আমিন পলাশ,কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরন কোয়ালিশনের উদ্যোগে কয়রা উপজেলার কয়রা খাল দখলমুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন ও মিডিয়া ভিজিট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় কয়রা খাল পাড়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরতে এবং খালটি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সামনে আনতে সাংবাদিকদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
ক্যাম্পেইনের সময় স্থানীয় জনগণ জানান,যুগ যুগ ধরে কয়রা খাল স্থানীয় ক্ষমতাশালী ব্যক্তিদের দখলে থাকায় প্রায় ১২ হাজার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খালের প্রাকৃতিক বন্ধ হওয়ায় কৃষিকাজ, সেচ ব্যবস্থা, এবং মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা ও পানির অভাবে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
ক্যাম্পেইনের সময় স্থানীয় জনগণ অভিযোগ করেন, খালের ওপর তাদের ন্যায্য অধিকার থেকেও তারা বঞ্চিত। বিশেষ করে কৃষি ও মৎস্য নির্ভর পরিবারগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে। সাংবাদিকদের সামনে তারা দাবি করেন, খাল দখলমুক্ত করা হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং স্থানীয় অর্থনীতি পুনরায় সচল হবে।
উক্ত প্রোগ্রামে, প্রেসক্লাব কয়রা এবং কয়রা উপজেলা প্লেসক্লাবে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি, অভিজিৎ মহলদার।সিএনআরএস এর টেকনিক্যাল ম্যানেজার, হারুন অর রশিদ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।