নুরুল আমিন পলাশ,কয়রা উপজেলা প্রতিনিধি:
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আঃ রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, মোহসিন আলম,সাবেক ফুটবল খেলোয়ার দ্বীন মোহাম্মদ, ইহছানুর রহমান,শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, মিহির কান্তি মন্ডল, শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ৩-০ গোলে বাগালি ইউনিয়নকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আঃ রাজ্জাক, শফিকুল ইসলাম ও আছাদুল ইসলাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।