নুরুল আমিন পলাশ,কয়রা খুলনা প্রতিনিধিঃ
শতভাগ বিভাগীয় পদোন্নিসহ সহকারি শিক্ষকদের ১০ ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ ম গ্রেড বেতন নির্ধারণ করে তা বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪ টায় কয়রা বাজারের তিনরাস্তা মোড়ে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ কয়রা উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মাওলানা কামরুজ্জামান, এস্কেন্দার আলী, সহকারি শিক্ষক মোস্তফা জামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, মোঃ আয়ুব আলী মোঃ বেলাল হোসেন,মেনন আনিছুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আবুল কালাম, লক্ষীরানী, মরিয়ম পারভীন, নুরুন্নাহার প্রমুখ।
মানববন্ধন শেষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ দফা দাবি আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।