কয়রা প্রতিনিধি:কয়রার মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী ও কয়রা সদর ইউনিয়নে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে নেটজ বাংলাদেশ ও বিএম জেড এর সহযোগিতায় অগ্রগতি সংস্থা বাস্তবায়িত সৃজন প্রকল্পের অংশীজনদের মাঝে হস্তান্তরকৃত অধিকাংশ ছাগলকে পিপিয়ারের এ ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। গত ১৭ এপ্রিল মহেশ্বরীপুরের চৌকুনী, ৬ জুন গিলাবাড়ি ও ১৪ জুন আমতলা, তেতুলতলা গ্রামে এবং ২১ জুন উত্তর বেদকাশির পাথর খালী ও কয়রা সদর ইউনিয়নে কাশির খাল গ্রামে উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মহেশ্বরীপুরের ক্যাম্প পরিচালনা করেন প্রানী চিকিৎসক সঞ্জয় মন্ডল, সহযোগিতা করেন বিজয় কৃষ্ণ মন্ডল, উত্তর বেদকাশী ও কয়রা সদরে ক্যাম্প পরিচালনা করেন প্রানী চিকিৎসক রাবেয়া খতুন সহযোগিতা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মোরশেদ আলম ও প্রীতিকনা রায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।