মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের ১ একর ২০ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় বিশ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার।
বুধবার ভোররাতে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (ঈমান আলী বাজার) সংলগ্ন উত্তর চর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোঃ ইস্রাফিল।তিনি ওই গ্রামের রইজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক মোঃ ইস্রাফিল ধারদেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছেন। যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন। করলা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল ইস্রাফিলের, তার মধ্যেই গাছ কেটে ফেলার ঘটনা ঘটলো।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইসরাফিল কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি খাটিয়ে ১ একর বিশ শতাংশ জমিতে করলার চাষ করেছিলাম, আমার সেই স্বপ্ন নষ্ট করে দিলো দুর্বৃত্তরা। এই ক্ষতি কাটিয়ে উঠতে ইসরাফিল উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করে আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
তার প্রতিবেশী বাদশা আলম বাসুকে দায়ী করে থানায় মামলা করেছেন ইসরাফিল। তিনি দাবি করেন, তার সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন বিষয়টি আমি সরজমিনে তদন্ত করেছি, বিষয়টি একজন কৃষকের জন্য হতাশা জনক ,উপজেলা কৃষি অফিস থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোহাম্মদ শাহীন মিয়া বলেন, “করলা গাছ কেটে দেওয়ার বিষয়ে একটি মামলা হয়েছে, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, আরো অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।