শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস এর ২য় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরার অভ্যাস গড়ে তুলতে কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে জনসচেতনতায় উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ মার্চ) বেলা ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী কালিগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে বেশ সাড়া ফেলেছে। প্রখর রৌদ্র উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলা মোড়, নাজিমগঞ্জ বাজার, কালিগঞ্জ ফুলতলা মোড়, কলেজ মোড়, কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সমাবেশ ও বিশেষ উদ্বুদ্ধ করার মাধ্যমে সকলকে মাক্স ব্যবহার করা এবং মাক্স পরিয়ে উদ্বুদ্ধ করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন- মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন করে আবারও করনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা সাধারন মানুষকে সচেতন সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্যববিধি মেনে মাক্স ব্যবহার করে করোনাভাইরাস এর বিরুদ্ধে মোকাবেলা করতে চাই, পাশাপাশি কালিগঞ্জ থানায় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, মাদক নির্মূলে জিরো টলারেন্সে আনতে চাই। এজন্য পুলিশের পাশাপাশি গনমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই। তিনি পুলিশ বাহিনীর আদর্শ ও মানবিক থানার কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পথে পথে। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সাধারণ মানুষকে মাক্স পরিয়ে দেন এবং মাক্স পরে বাহির হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।