কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মফিজুলকে ২১ পিস বিদেশি মদসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার কলারোয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান অফিসার ইনচার্জ ওসি শেখ সাইফুল ইসলাম । এসময় তার কাছ থেকে রয়েল গ্রীন, রয়েল চ্যালেঞ্জ ও ম্যাজিক মোমেন্টস ব্র্যান্ডের মোট ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে ।
ওসি বলেন , আটক মফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
👉 স্থানীয়দের মতে, এ ধরণের অভিযানে মাদকমুক্ত সমাজ গঠনে আরও একধাপ এগিয়ে যাবে বলেও বিভিন্ন মহলে আলোচনা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।