মাসুদ রানা মাসুদ
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি,
আমার সাধে নিত্য সুখের হউক ফাঁসি,
দেখেছি কচি মনের খুশি,
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি।
ক্ষুধার্ত জিহ্বা মলিন দৃষ্টি ভেজা নয়ন,
মহা কাব্যের শোকের ঘর দুঃখ দর্পণ,
এখানে কচি দৃষ্টির নিশি,
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি।
রুগ্ন নরম দেহ সমাজ পথের পাশে,
সবাই দেখে,কার কি যায়,আর কি আসে,
আয়েশী চোখ নগরবাসী,
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি।
কচি সমাজ সুখের খুঁজে পথের ধারে,
ভাঙা বাসন ছেঁড়া কাপড় সাধ ফুকারে,
নিথর বাক কষ্ট বিলাসি,
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি।
আয়েশী চোখে নজর নেই ঐ-যে দুঃখিরা
অভাব ঘেরা ক্ষুধার্ত পেট পথ শিশুরা,
নাক ঝারছে সর্দিতে কাশি,
এক টুকরো কাঠ বিস্কুটে মিলে-রে হাসি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।