হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে সরকার উৎক্ষাতের পরিকল্পনা, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিরোধীতা ও বিস্ফোরক দ্রব্যাদি মজুদ রাখার অপরাধে দায়ের করা মামলায় শেখ মোজাহার হোসেন কন্টুকে আটক করেছে। তিনি উপজেলা সদরের বাজারগ্রামের মৃত শেখ মোস্তফা হোসেনের ছেলে ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক। থানা ও পরিবার সূত্র জানাগেছে, রবিবার (১৫ জুন) দুপুরে থানা এলাকার নাজিমগঞ্জ বাজার থেকে কালিগঞ্জ থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। তাকে গত বৃহস্পতিবার (১৩ জুন২৫) উপজেলার নলতা ইন্দ্রনগর গ্রামের শেখ আকবর আলীর ছেলে শেখ মহিবুল্লাহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় আটক করা হয়েছে। তিনি ঐ মামলার এজাহার নামীয় ৩৫ নং আসামী। এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুর স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্যা রোজিনা কান্টু বলেন কান্টু সাহেব অসুস্থ্য আছেন, তাকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।