হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টায় প্রেসক্লাবের হলরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক (সাবেক) ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সদস্য জিএম ছামসুর রহমান, শেখ লুৎফর রহমান, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সূধীজন। দীর্ঘ মতবিনিময় সভায় বক্তব্যকালে অফিসার ইনচার্জ বলেন আমি নীতির বাহিরে কাজ করিনা, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হই। সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আমার মূল অভিযান। এখানে কোনো সুপারিশ নেই, তদবীরও চলবেনা, আমি তদবির বুঝিনা। আমি চাই এই জনপদের মানুষকে আইনগত সহায়তার পাশাপাশি শান্তিরক্ষায় অবিচল হয়ে কাজ করবো। তবে কালিগঞ্জ থানা হবে ঘুষ ও দালালমুক্ত সেবা মুলক প্রতিষ্ঠান। সংবাদপত্রে যথাযথ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ তথা দেশের অবদান রাখবেন। আইনগত সহায়তার জন্যে রাতে দিনে যে কোনো সময়ে আমাকে স্মরণ করলে অবশ্যই পাশে পাবেন। অহেতুক কাঔকে থানা পুলিশের পক্ষ থেকে হয়রানী করা হবেনা এটা আমি অঙ্গিকারাবদ্ধ। পরে নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে সন্মাননা স্মারক, উত্তরীয়, কালিগঞ্জ প্রেসক্লাবের লোগ সম্বলিত গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয় এবং ফুলেলে শুভেচ্ছা জানানো হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।