হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরাকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেণ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা লেডিস ক্লাব, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন।
এসময়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সুব্রত কুমার বৈদ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রমূখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ফেরদাউস মোড়ল, জাহাঙ্গীর আলম, গাজী শওকাত হোসেন, আলিম আল রাজি টোকন, গোবিন্দ কুমার মন্ডল ও শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, দৃষ্টিপাতের ব্যুরো প্রধান শেখ শরিফিল ইসলাম, শেখ আল নুর আহমেদ ঈমন, শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। সংবর্ধনাকালে পৃথক পৃথক ভাবে সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বদলী হয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) যোগদান করবেন। তিনি কালিগঞ্জ উপজেলায় ১ বছর ২ মাস চাকুরী করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।