হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে অনুমোদনহীনভাবে পরিচালিত ‘সিয়াম ব্রিকস’ নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। শনিবার (২৪ মে-২৫) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এই অভিযানে ইটভাটার মালিক আব্দুর সবুরকে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়। তিনি উপজেলার গণপতি গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের পুত্র। অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানে তার সঙ্গে ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গীয় ফোর্স। এ সময় স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও ইট তৈরি কাজে ব্যবহৃত একটি জেনারেটর মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে আব্দুর সবুরকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।