হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উন্নয়ন সংস্থা প্রত্যয় এর আয়োজনে দিনব্যাপী অফিসার কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার সেকেন্দারনগর চৌমুহনী রংধনু কমিউনিটি সেন্টারে অফিসারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও প্রত্যয় এর চেয়ারম্যান আজগার আলীর সভাপতিত্বে উক্ত অফিসার কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রত্যয় গ্রুপের শরীয়াহ বোর্ড সদস্য মাওলানা মনিরুজ্জামান। এ সময়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সখিপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ওমর ফারুক। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রত্যয় এর ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেয়ার সদস্য রফিকুল ইসলাম, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন, ইয়ারুল ইসলাম, আমিনুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল আলীম, জিয়াউর রহমান,আবু সাইদ ও আবুল বাশার ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।