মোঃ আলাউদ্দীন,কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি । এসময় ২৫ কেজি অপদ্রব্য মেশানো চিংড়িসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত চিংড়ি গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট ও অসাধু ব্যবসায়ী নজরুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।