কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জের কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের দুর্নীতি ও নানান অপকর্মের হোতা অধ্যক্ষ আব্দুল ওহাবের পদত্যাগে একদফা দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় অধ্যক্ষের নানান অনিয়ম দুর্নীতি ও অন্যের জমি জবরদখলসহ বিবিধ অপরাধের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আ'লীগ নেতা আব্দুল ওহাব কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে সাবেক এমপি জগলুল হায়দারের পরিচয়ে প্রভাব খাটিয়ে প্রায় ৩০টি নিয়োগের বিপরিতে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাক্তি একাউন্টে রেখে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। শত শত ছাত্র ছাত্রীসহ শিক্ষক, অভিভাবক ও হাজার হাজার সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেণ। কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল কদমতলা বাজার, নুরনগর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ ওলিউল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, সহকারী অধ্যাপক আব্দুল মানান, সহকারী অধ্যাপক আবু হেনা মোঃ মোস্তফা হাসান, সহকারী অধ্যাপক রিনা পারভীন। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ শতশত বিদগ্ধ জনতা। বক্তাগন বলেন দুর্নীতিবাজ এই অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ ও কোটি কোটি টাকার দুর্নীতির বিচার করতে হবে। অসংখ্য পরিবারকে ঘরছাড়া, বাড়ি ছাড়া করে ক্ষতিগ্রস্থ করেছে। ছাত্র জনতা অদক্ষ ও দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব এর পদত্যাগের তিনদিনের আলটিমেটাম দিয়ে বলেন তার আর ক্ষমা নেই, তাকে পদত্যাগ করতেই হবে। তা নাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।