শাহাদাত হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরাঃকালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় লবণাক্ততা সহনশীল নিরাপদ সবজি চাষ উপলক্ষে উত্তর শ্রীপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় কৃষক কৃষানীদের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দিন এর সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আব্দুল লতিফের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডঃ জামাল উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস,এম খালিদ সাইফুল্লাহ, জেলা বিনা উপকেন্দ্র ঊর্ধ্বতন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ বাবুল আক্তার, ইউপি সদস্য সাইদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ: শ্রীপুর ইউনিয়ন লিড ফার্মার শাহাদাত হোসেন সাজু, আব্দুল আজিজ ও শিউলি রানী সরকার।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।