হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। এসময়ে উপজেলার গড়ইমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাকিবুল হাসান, গোয়ালপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া পারভীন ও গোবিন্দকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অর্পন মল্লিককে বিশেষ চাহিদা সম্পন্ন খাত থেকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।