হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ১'শ ৮ টি ওয়ার্ডে শুরু গেয়ে গেছে আসন্ন ইউপি নির্বাচনে জয় পরাজয়ের হিসাব নিকাশ। মঙ্গলবার থেকে জোরে শোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ৬৪ জন প্রার্থী নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় মনোনয়নপত্র গ্রহন করেছেন দলীয় কার্যালয় থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একজন চেয়ারম্যান প্রার্থী মোছাঃ সাফিয়া পারভীন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পাটির চেয়ারম্যানের নিকট থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন। এদিকে মঙ্গলবার (১৯ অক্টোবর) কালিগঞ্জে উপজেলার পৃথক ৬জন রির্টার্নিং কর্মকর্তার কার্যালয় হতে ট্রেজারী চালানের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহন করেছেন। এদের মধ্যে উপজেলার মথুরেশপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র গ্রহন করেছেন সাবেক সফল চেয়ারম্যান, সৎ ও আদর্শবান ব্যাক্তিত্ব আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ। তিনি কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস এর অফিস সহকারী রেজাউল ইসলামের নিকট হতে মনোনয়নপত্র গ্রহন করেছেন। এসময় সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মারুফ এপ্রতিনিধির মাধ্যমে আহবান করেন যে, বিগতদিনে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাগন নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছিলেন ঠিক তেমনিভাবে আসন্ন ইউপি নির্বাচনেও ভোটারগন যেনো পছন্দের প্রার্থীকে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে। আমি জনকল্যানে নিবেদিত হয়ে বিগত পাঁচটি বছর মথুরেশপুর জনগনের সাথে ছিলাম আগামীদিনেও আরও আন্তরিক হয়ে কাজ করতে চাই। একইদিনে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর নিকট হতে মনোনয়নপত্র গ্রহন করেছেন ৫ নং কুশুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়াডের মেম্বর প্রার্থী যুবনেতা ফারুক হোসেন, মথুরেশপুর ইউনিয়নের মেম্বর পদে নুরমোহাম্মদ বাচা মোল্লাসহ অনেকে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।