শাহাদাত হোসেন,জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর আগাম জরুরি পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের নির্দেশনায় দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার।এ সময় ঘূর্ণিঝড় যশ মোকাবেলা প্রসঙ্গে নির্দেশনা দেন যে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে ঘূর্ণিঝড় যশ সম্পর্কে জনসচেতনতা মূলক মাইকিং করা, আশ্রয় কেন্দ্র পরিদর্শন করা, আশ্রয় কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা করা, মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা, আহত মানুষদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীস বিশ্বাস ও দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের সকল সদস্য এবং ৯টি ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য বৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।