শাহাদাত হোসেন,জেলা প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার এর নির্দেশনায় দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীস বিশ্বাস এর নেতৃত্বে ঘূর্ণিঝড"যশ মোকাবেলায় প্রস্তুতি প্রসঙ্গে দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ফায়ার সার্ভিস।গতকাল সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের ঝড় প্লাবিত এলাকায় কি ভাবে জনগণকে সাইক্লোন বা আশ্রয় কেন্দে নিয়ে আসতে হবে ঝড়ে গাছপালা ভেঙ্গে রাস্তার উপর পড়লে বা কারোর বসতবাড়িতে পড়লে কিভাবে সেই গাছ কেটে সরাতে হবে,ও আহত মানুষদের প্রাথমিক চিকিৎসা কি ভাবে দিতে হবে কত নম্বর সংকেতে কোন কোন পাতাকা উত্তোলন করতে হবে ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন। এ সময় প্রশিক্ষণে উপস্থিতি ছিলেন দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, ইউপি সদস্য বিভাস চন্দ্র সরকার,মিলন হোসেন, মনিরুল ইসলাম মন্টু, গ্রাম পুলিশ, দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীস বিশ্বাস ও দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের সকল সদস্য। দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় প্রশিক্ষণ প্রদান করেন সরদার আঃহান্নান ফায়ার লিডার, জুলকার নাঈম ফায়ার ড্রাইভার,আবু হুরাইরা ফায়ার ফাইটার,গাউস হোসেন, মামুন হোসেন, দেবু বিশ্বাস।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।