হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রবিবার (১৮ মে) সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড়, সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি কাওসার আলী, অভিভাবক প্রতিনিধি রুহুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: নাজমুন নাহার, নিত্যানন্দ সরকার, গৌতম কুমার সরদার, বাসুদেব ঘোষ, মোঃ মুজিবর রহমান, তপন কুমার ঘোষ, কনিকা সরকার, শাহাজান আলম, জি. এম. রায়হানুস সিদ্দিক, সনজিৎ কুমার ঘোষ, রওশনারা খাতুন, মিনারা খাতুন, শ্রাবনী সরকার, মোঃ তুহিন হুদা, মোঃ জিয়াউর রহমান, রঞ্জিতা রানী দাস, প্রমিলা বালা মন্ডল, শান্তি বালা, শেখ আফছার উদ্দীন, শেখ জাহিদুল বারী, এস,এম, সাইদুজ্জামান, শপ অ্যাসিস্ট্যান্ট ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু এসময়ে বলেন, পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও বিদ্যালয়ের মান উন্নয়ন ভালো করার জন্য এবং বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সকলের সহযোগীতা পেলে সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করবো ইনশাআল্লাহ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।